বগুড়ায় অপহৃত ব্যবসায়ীর লাশ পাওয়া গেল মাইক্রোবাসের ভেতর

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া থেকে অস্ত্রের মুখে অপহরণের কয়েক ঘণ্টা পর পিন্টু আকন্দ (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে পাশের আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকায় একটি মাইক্রোবাসের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। নিহত পিন্টু আকন্দ দুপচাঁচিয়া উপজেলা সদরের 'লোটো' শোরুমের মালিক ছিলেন। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার লোহাগাছা গ্রামে।

বগুড়ার আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দুপচাঁচিয়া শোরুম থেকে পিন্টুকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটের দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস শোরুমের সামনে থামে। এরপর মুখোশ পরা চার জন গাড়ি থেকে নেমে পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনেহিঁচড়ে তুলে নেয়। পরে গাড়িটি দ্রুতগতিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে আদমদীঘির দিকে চলে যায়।

এএসপি মো. আসিফ হোসেন জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ মাইক্রোবাসটির জিপিএস ট্র্যাকার অনুসরণ করতে থাকে। পরে রাত তিনটার দিকে আদমদীঘির কুমারপাড়া এলাকায় মাইক্রোবাসটির অবস্থান শনাক্ত করা হয়। সেখানে গাড়ির ভেতর থেকে পিন্টুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।'

হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালক ও আরেকজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago