সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ২ জেলেকে অপহরণ

প্রতীকী ছবি। ফাইল ফটো

সুন্দরবনে অস্ত্রের মুখে দুই জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খাল থেকে ডাকাত দল তাদের অপহরণ করে বলে দাবি করেন অন্য জেলেরা।

অপহৃত জেলেরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের ছেলে ইয়াজুল ইসলাম (৫২) ও চুনকুড়ি গ্রামের ফয়সাল হোসেন (৩০)।

তাদের সঙ্গে থাকা রফিকুল ইসলাম ও সোহাগ হোসেন জানান, বনদস্য মনজু বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে ইয়াজুল ও ফয়সালকে  জিম্মি করে গভীর বনের দিকে চলে যায় অপহরণকারীরা। এসময় তারা অপহৃতদের জন্য মাথাপিছু এক লাখ টাকা করে দাবি করে।

অপহরণের শিকার দুই জেলের মহাজন মুন্সিগঞ্জ ইউনিয়নের আকবর হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে গত রোববার কাঁকড়া ধরার অনুমতি নিয়ে ইয়াজুল ইসলাম  ও ফয়সাল হোসেনসহ ছয় জেলে সুন্দরবনে যায়। কাজ শেষে ওই দিন রাতে সুন্দরবনের চুনকুড়ি টহল ফাঁড়ির  কেওড়াতলী খালে দুইটি নৌকায় তারা অবস্থান করছিল। রাত সাড়ে ৮টার দিকে বনদস্যু মনজু বাহিনীর পরিচয়ে কয়েকজন অস্ত্রধারী দুই নৌকা থেকে দুই জন জেলেকে  তুলে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, জিম্মি জেলেদের ক্ষতির কথা ভেবে তারা  পুলিশ কিংবা বনবিভাগকে বিষয়টি জানাননি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান  জানান, জেলে অপহরণের বিষয়ে তাদেরকে কেউ জানায়নি। বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago