টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, গ্রেপ্তার ২

স্টার ডিজিটাল গ্রাফিক্স

টেকনাফ থানার পুলিশ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন অপহৃতকে উদ্ধার করেছে। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছে আরও ১০-১৫ জন।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুর দেড়টায় বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়ায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ছয় শিশু রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভুক্তভোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, 'অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।'

উদ্ধারকৃতদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

'BNP is lau, and Jamaat is kodu'

Nasiruddin Patwary mocks BNP-Jamaat split as ‘election-time drama’

28m ago