নাফ নদী থেকে ১১ বাংলাদেশি জেলেসহ ৫ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনা থেকে ১১ জেলেসহ পাঁচটি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

আজ মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।  

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুটি ট্রলারে অন্তত ১১ জন জেলে ছিল। তবে অপর তিন ট্রলার সম্পর্কে জানা যায়নি। ট্রলারের মধ্যে তিনটি টেকনাফ এলাকার এবং দুটি শাহপরী দ্বীপের।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলেসহ ট্রলারগুলো মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএনও বলেন, 'এখন পর্যন্ত দুটি ট্রলারের মালিক ও ক্রুদের পরিচয় নিশ্চিত করা গেছে। মো. কালামের ট্রলারে পাঁচজন ও মো. শাওনের ট্রলারে ছয়জন জেলে ছিল।'

তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, 'ট্রলার অপহরণের কথা শুনেছি, কিন্তু সেগুলো কোন ঘাটের তা এখনো স্পষ্ট নয়।'

'আমার এলাকার বেশ কয়েকটি ট্রলারকে আরাকান আর্মি ধাওয়া দিয়েছিল বলে জানতে পেরেছি,' বলেন তিনি।

এ সম্পর্কে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, 'ট্রলারগুলো অপহরণের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'

স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল কায়েস বলেন, 'জেলেদের মিয়ানমারে নিয়ে যাওয়ার ঘটনা ঘন ঘন ঘটছে। আমরা খুবই চিন্তিত। সমাধান না হলে জেলেরা সমুদ্রে যাওয়া বন্ধ করে দেবে।'

Comments

The Daily Star  | English

Dhaka Customs House to remain open 24/7 over the next two days

The step has been taken to keep trade activities running after the Dhaka airport fire

49m ago