পাহাড়ে প্রসবের সময় মা হাতির মৃত্যু, শাবক উদ্ধার

উদ্ধারকৃত শাবকটিকে ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হবে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে  প্রসবের সময় মা হাতির মৃত্যু হয়েছে। পরে শাবকটিকে উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।

গতকাল রোববার বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলার গহীন পাহাড় থেকে শাবকটিকে উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা শাবকটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন।

উদ্ধার করা শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলেও জানান মিনার চৌধুরী।

মৃত মা হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

36m ago