আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপের বাইরে মার্শ

ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।

অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপের বাইরে মার্শ

ছবি: এএফপি

অস্ট্রেলিয়া দলে আরেকটি বড় ধাক্কা। ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন তাদের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপের বাইরে থাকবেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে মার্শের ভারত থেকে অস্ট্রেলিয়াতে উড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, 'তার প্রত্যাবর্তনের সময়সীমা এখনও নিশ্চিত করা হয়নি।'

এই নিয়ে পরপর দুদিনে দুটি দুঃসংবাদ পেল ছন্দে থাকা অজিরা। আগের দিন বুধবার পাওয়া যায় তাদের আরেক তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের চোটের খবর।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় গত সোমবার গোটা দলকে ছুটি দিয়েছিল অস্ট্রেলিয়া। সেদিনই গলফ খেলতে গিয়ে ম্যাক্সওয়েল মাথায় আঘাত পান। তাকে ছয় থেকে আট দিন পর্যন্ত কনকাশন প্রটোকল অনুসারে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের কারণে আগামী শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। তার পাশাপাশি সেদিন মার্শকেও পাবে না অজিরা।

শুধু তা-ই নয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিশ্বকাপের বাকি অংশেও মার্শকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই তাকে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ছেঁটে অন্য কাউকে নেওয়া হবে কিনা সামনের দিনগুলোতে সেই সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

ম্যাক্সওয়েল ও মার্শ না থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের বিপক্ষে অজিদের একাদশে মার্কাস স্টয়নিসের ফেরার সম্ভাবনা জোরালো। ফিরতে পারেন ক্যামেরন গ্রিনও। তারা দুজনেই পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় ম্যাক্সওয়েলের শূন্যস্থান পূরণে স্পিন বোলিংয়ে বাড়তি ভূমিকায় দেখা যেতে পারে ট্রাভিস হেডকে।

ছয় ম্যাচে টানা চার জয়ে আট পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া রয়েছে পয়েন্ট তালিকার তিনে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে আছে তারা। ছয় ম্যাচে মাত্র এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান ১০ দলের আসরের তলানিতে। আগের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এবার হয়েছে ভরাডুবি।

Comments

The Daily Star  | English
Bangladesh national election preparations

'We'll deliver the best election in the country's history'

Yunus says after being briefed by CEC on election preparations

1h ago