ঢাকা-৯ আসনে লড়ব, ২৫ লাখের এক টাকাও বেশি খরচ করব না: তাসনিম জারা

তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে লড়বেন বলে জানিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও বেশি খরচ করবেন না বলে জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী ২০, ৫০, এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।'

'আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে ঢাকা–৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং আমি প্রতিজ্ঞা করছি যে, আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকা খরচ করব না,' বলেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, 'অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, আমরা প্রমাণ করব এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাব কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করব স্বচ্ছভাবে।'

তিনি বলেন, 'আমরা একটা দৃষ্টান্ত তৈরি করব যে সততার সাথে, অর্থ আর পেশীশক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়।'

এই পথচলায় জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, 'যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম, এবং অংশগ্রহণ দিয়ে। স্বেচ্ছাসেবক টিম গড়ার মাধ্যমে।'

ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা) বা দেশের অন্য যেকোনো জায়গা থেকে কিংবা প্রবাসীদের ক্যাম্পেইনে সাহায্য করারও আহ্বান জানিয়েছেন জারা।

গ্রাফিক ডিজাইন, ভিডিও শুট বা এডিট, উঠান বৈঠক আয়োজন, ফান্ড সংগ্রহ, বাড়ি বাড়ি যাওয়াসহ নির্বাচনী প্রচারণার বিভিন্ন কাজে সহযোগিতা করতে আগ্রহীদের তিনি যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি চাই এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা একসঙ্গে টিম গড়ব, প্রশিক্ষণ দেবো এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব, সেটা আমরা একসঙ্গে প্রমাণ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তাহলে সম্ভাবনা সীমাহীন।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago