মানিকগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের দুই শিশুর

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো আকবর আলীর ছেলে জামিল হোসেন এবং আজগর আলীর ছেলে জুনায়েদ হোসেন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে দুই শিশু তাদের দাদীর সঙ্গে কালীগঙ্গা নদীর পাড়ে খেলতে যান। এক পর্যায়ে তারা নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে সকাল নয়টার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুজনকে দেখতে পান স্থানীয়রা। এরপর তাদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago