সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

সাবোঝাই ট্রাকটি উল্টে পাশের ইছামতি নদীতে পড়ে যায়। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।

উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন ও ঘিওর থানা সূত্রে জানা গেছে, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে ৪২৮ বস্তা ডিএপি ও ৯৯ বস্তা টিএসপি সারবোঝাই করে একটি ট্রাক ঘিওর উপজেলা সদরে ঘিওর বাজারে যাচ্ছিল। 

কিন্তু, ট্রাকের চালক প্রধান সড়ক ব্যবহার না করে ভুল করে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করতে গিয়ে সকাল ৮টার দিকে রাস্তা ধসে ট্রাকটি নদীতে পড়ে যায়।

স্থানীয়রা জানায়, উপজেলা সদরে কুস্তা এলাকায় গরুহাট সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। নদীভাঙনে সড়কের কিছু অংশ বিলীন হয়ে গেছে। এ রাস্তায় সাধারণত বড় গাড়ি চলাচল করে না। সকালে হঠাৎ সার বোঝাই ট্রাকটি ওই রাস্তায় ঢুকতে গিয়েই উল্টে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারগুলো ডিলারদের কাছে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়।'

ইতোমধ্যে ২০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। অনেকগুলো বস্তার সার নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

9h ago