মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ

সড়কে বিস্ফোরণের চিহ্ন। ছবি: স্টার

মানিকগঞ্জের পৃথক দুই স্থানে ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পর কয়েক মিনিট পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। 

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago