টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

Bangladesh women cricket team

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই বদল। একাদশে ফিরেছেন ফারজানা হক পিংকি ও রিতু মনি। 

বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি,  সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, আনেকে বশ, এনেরি ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালু জাফতা, ক্লোয়ি টায়রন, নাদিন ডি ক্লার্ক, মাসবাতা ক্লাস, টুমি সেকুখুনে, ননকুলুলেকো এমলাবা ।  

Comments

The Daily Star  | English

Election process must stay on track

Leaders of four political parties pledged to build a society free from corruption, protect the rights and safety of people of all walks of life

9h ago