অপারেশন সুন্দরবন: উপভোগ্য সিনেমা

দীর্ঘসময় সুন্দরবনে ডাকাতদের দাপট ছিল। তাদের নির্যাতনে ওই এলাকার জেলেরা সবসময় তটস্থ থাকত। অপহরণ, মুক্তিপণ, মুক্তিপণ দিতে না পারলে হত্যা—সবই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।

সুন্দরবনকে ডাকাতমুক্ত করে র‍্যাব। র‍্যাবের সেই দুঃসাহসিক অভিযানই 'অপারেশন সুন্দরবন' সিনেমার গল্প।

দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক, রওনক হাসান, শিমুল, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, দর্শনা বণিক, তুয়া চক্রবর্তী, তানজিল তুহিনসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago