‘যাও পাখি বলো তারে’— বলা হলো কি?

এটি ত্রিভুজ প্রেমের গল্প। গ্রামের দর্জি মজনু ভালোবাসে একই গ্রামের চেয়ারম্যানের মেয়ে লাভলীকে। একপাক্ষিক ভালোবাসা। লাভলী এ ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে, লাভলী ভালোবাসে বিদেশ থেকে দেশে আসা তার বাবার বন্ধুর ছেলে রোমেলকে।

রোমেলের কোম্পানিতে চাকরি করে মজনুর প্রিয়তম বন্ধু শামসু। শ্রমিক অধিকার আন্দোলনের মিছিলে শামসুর ওপর হামলা হয়। এই ঘটনাই মূল ৩ চরিত্রের জীবন পাল্টে দেয়। এই নিয়েই এগিয়েছে 'যাও পাখি বলো তারে' সিনেমার গল্প।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং আসাদ জামানের কাহিনী ও চিত্রনাট্যে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ, শিপন মিত্র ও রাশেদ মামুন অপু।

Comments

The Daily Star  | English
 Editors Council

‘We have witnessed such practices in the past’

Editors' Council condemns arrest of journalist Anis Alamgir

35m ago