সুফল আনেনি সরিষাবাড়ির আশ্রয়ণ প্রকল্প

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ির আওনা ইউনিয়নে দুর্গম ঘুইঞ্চার চরে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর তেমন সুফল বয়ে আনেনি।

কর্মসংস্থান, বসবাসের পরিবেশ, এমনকি যাতায়াতের রাস্তা ছাড়াই এই দুর্গম চরে বাস্তবায়ন দেখানো হয়েছে দ্বিতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্প। এখানে অধিকাংশ ঘরেই মানুষ থাকেন না। এই সুযোগে ঘরগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আস্তানায়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

4h ago