যেভাবে শেয়ার মার্কেট লুট করেছেন সালমান এফ রহমান

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, বন্ড মার্কেট, এবং ডিবেঞ্চারসহ গোটা আর্থিক খাতকেই কলুষিত করার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে যিনি কাজ করেছেন তিনি সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেরসকারি খাত ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

কীভাবে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের কারিগর হিসেবে তার উত্থান? কোন উপায়ে তিনি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন? কীভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন? এসব জানবো আজকের স্টার নিউজপ্লাসে। 

Comments

The Daily Star  | English

Two advisers, press secy leave Milestone College after 9 hrs

They have been inside the campus since 10:30am this morning

4h ago