খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষ—পার্বত্য অঞ্চলে শান্তি কেন ফিরছে না?

২ ডিসেম্বর ১৯৯৭, বাংলাদেশর ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশ সরকার এবং আদিবাসী রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমতির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এক শান্তি চুক্তি। পাহাড়ে তৎকালীন অস্থিরতা বন্ধ করে শান্তি ফেরাতে রোডম্যাপ পাওয়া যায় সেই চুক্তিটিতে।

অথচ এত বছর পরও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হয়নি। সম্প্রতি খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজনের প্রাণহানির ঘটনায় আবারও শান্তি চুক্তির বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠছে। শান্তি চুক্তিতে কী ছিল? কেন চুক্তি বাস্তবায়ন হয়নি? জানবো আজকের স্টার স্টার এক্সপ্লেইন্সে।

Comments

The Daily Star  | English

The unhealed wounds of 1971: Bangladesh's unfinished liberation

The 1971 Bangladesh Liberation War was not merely a military conflict; it was a civilisational rupture that tore through the social fabric of an entire nation, leaving scars that have never properly healed.

2h ago