ফিরে এলো নাক গলানোর পুরনো সংস্কৃতি?
একের পর খারাপ পারফরম্যান্সে নেতিবাচক আলোচনায় থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত করা হয়েছে 'টিম ডিরেক্টর'। বিগত বোর্ডেও এই পদ নিয়ে ছিলো অনেক কৌতূহল ও আলোচনা। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দলের পারফরম্যান্স ভালো করতে আয়ারল্যান্ড সিরিজ থেকেই তিনি নাক গলাবেন। এসব পরিবর্তন ও উদ্যোগ দলের জন্য কতটা ইতিবাচক, তা নিয়েই পিচ পারফেক্টে আজকের আলোচনা।


Comments