অভিযানে ১৪০ জন সেনা ও ১০ জন পুলিশ সদস্য অংশ নেন।
এসময় একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।