আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।

অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার আবুল কাশেমের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

অভিযানের বিষয়ে বিকেলে যৌথবাহিনীর এক ব্রিফিংয়ে লে. কর্নেল যোবায়ের আলম বলেন, ১৪০ জন সেনা ও ১০ জন পুলিশ সদস্য এতে অংশ নেন।

অভিযানে কালাপাহাড়িয়ার খালিয়ার চরের মো. জাকির (৩০), একই এলাকার মো. জনি (১৯), মো. স্বপন (৪০), আব্দুল মতিন (৪৫) ও রিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে (৫১)।

গত বছর গণঅভ্যুত্থান চলাকালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয় বলে জানান তিনি।

একইসঙ্গে ৮টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারাল অস্ত্র, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক শটগান ও মাদক জব্দ করা হয়েছে। 

সংবাদিকদের তিনি বলেন, কালাপাহাড়িয়া এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় ভৌগলিকভাবে বিচ্ছিন্ন। অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ নেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

Comments

The Daily Star  | English