নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের ‘বাধা’, আহত ১৩

পদযাত্রা কর্মসূচিতে পুলিশি অ্যাকশন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পদযাত্রা শুরু করে।

পদযাত্রায় দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

বিএনপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করেছে। এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে পুলিশের ভাষ্য, সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি তাদের কর্মসূচি পালন করছিল। এ অবস্থায় সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ 'অ্যাকশনে' যায়।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রঘোষিত ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপির ব্যানারে নেতাকর্মীরা পাঁচরুখী বাজার থেকে পদযাত্রা শুরু করে। বাজার থেকে কিছুদূর গিয়ে পদযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু আমাদের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পরই পুলিশ বাধা দিয়ে অতর্কিত হামলা শুরু করে।'

পুলিশের হামলায় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, ছাত্রদল নেতা ফারুক, যুবদল নেতা হাবিবসহ ১০ জন আহত হওয়ার কথা জানান লুৎফর রহমান আবদু। বলেন, 'আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাবিবের চোখের নিচে রাবার বুলেট লাগছে।'

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তা অবরোধ করে রেখেছিল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে তীব্র যানজট শুরু হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুরোধ না শুনে তারা পুলিশের উপর চড়াও হলে অ্যাকশনে যায় পুলিশ।'

ওসি আরও বলেন, 'বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। '

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি মন্তব্য করে ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এদিকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁসহ বিভিন্ন এলাকার ইউনিয়ন কমিটি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। তবে সেসব এলাকা থেকে এখন পর্যন্ত বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

9h ago