চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র-গুলিসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, লাভলী বেগম (৪০) ও মো. ফয়সাল হোসেন শাকিল (২১)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান আজ শনিবার সকালে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শাহরাস্তি পৌরসভার মো. আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে, এমন সংবাদ পেয়ে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলমগীরের স্ত্রী লাভলী ও ছেলে ফয়সালকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় শাহরাস্তি থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, 'একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘর তল্লাশি করি। একপর্যায়ে একটি পুরনো গিটারের ভেতর পিস্তল দেখতে পাই। এতে সন্দেহ বেড়ে যাওয়ায় পুলিশে খবর দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।'
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অস্ত্র ও সরঞ্জাম ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেছেন লাভলী।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, 'আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।'

Comments