পরিবারের ৬ জন অগ্নিদগ্ধ: ৫ দিন পর একজনের মৃত্যু

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে সেহরির সময় চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬ জনের একজন মারা গেছেন।

ঘটনায় ৫ দিন পর আজ শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৯ মার্চ ভোর ৪টার দিকে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায় একটি বাড়ির ছয় তলা ভবনের চার তলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ওই ফ্ল্যাটের বাসিন্দা চাঁদপুর লঞ্চঘাটের ফল ব্যবসায়ী আব্দুর রহমান (৬৫), তার স্ত্রী শানু বেগম (৫৫), তাদের বড় ছেলে ইমাম হোসেন (৪০) তার স্ত্রী খাদিজা আক্তার (৩০), মেঝ ছেলের স্ত্রী দিবা আক্তার (২০) ও ছোট ছেলে মঈন হোসেন (২০) দগ্ধ হন।  

তাদের মধ্যে খাদিজা আক্তার (৩০) আজ মারা গেছেন বলে ইমাম হোসেনের ফুফাত ভাই মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন ভোর ৪টায় সেহরি খাওয়ার জন্য উঠে চুলায় আগুন ধরালে মুহূর্তে ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের ৩ জন অক্ষত থাকলেও বাকি ৩টি কক্ষে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।

পরিবারের ধারণা, গ্যাসের লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

 

Comments

The Daily Star  | English

'We have problems with India because they didn’t like what Bangladeshi students did'

Chief Adviser Yunus says, highlights importance of regional economic cooperation

1h ago