চাঁদপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে সাব্বির আহমেদ (১৪) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আশপাশের আরও পাঁচটি দোকান পুড়ে গেছে।
ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল বলেন, স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীনের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে মুদি পণ্যের পাশাপাশি জ্বালানি তেল বিক্রি করা হতো। শর্ট সার্কিটের পর দ্রুতই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুন লাগার পর দোকানের ভেতরে থাকা কর্মচারীরা বের হওয়ার চেষ্টা করলেও সাব্বির সেখানে আটকা পড়ে মারা যান।
নিহত সাব্বির আহমেদ সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তালতলা এলাকার আরিফ মিয়ার ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


Comments