সচল শাহজালাল, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।

এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিন দুপুর সোয়া ২টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট নির্বাপণে কাজ শুরু করে।

উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পর এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। বিমানের ফ্লাইট সেফটি প্রধান ক্যাপ্টেন এনামকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটি অগ্নিকাণ্ডের কারণ করবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দায়ীদের শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ দেবে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago