শাহজালালে এখনো উড়ছে ধোঁয়া

ছবি: পলাশ খান/স্টার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ধোঁয়া উড়তে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে এখনো পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বললেন, 'আগুন পুরোপুরি নেভেনি, এ জন্য ধোঁয়া উড়ছে।'

তিনি আরও বলেন, 'ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযানও চালাচ্ছে।'

আজ রোববার সকাল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে অনেক মানুষ ভিড় করছেন। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্গো এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না।

গতকাল দুপুর সোয়া ২টার দিকে আন্তর্জাতিক এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এতে সেখানে রাখা মালপত্র পুড়ে গেছে, অনেক ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে এবং অবতরনের জন্য আসতে থাকা কিছু ফ্লাইটকে অন্য বিমানবন্দরেও পাঠাতে হয়েছে।

আগুনের ঘন কালো ধোঁয়া বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল।

গতকাল রাত ৯টা ১৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। একই সময়ে বিমানবন্দর কর্তৃপক্ষও জানায়, বিলম্বিত ও অন্য বিমানবন্দরে পাঠানো ফ্লাইটগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

Comments