ধারের টাকায় কিনেছিলেন লটারি, পেয়ে গেলেন ২০ মিলিয়ন দিরহাম

আবুধাবিতে লটারির আয়োজকদের সঙ্গে চাঁদপুরের সবুজ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে ১ হাজার দিরহামের লটারি কিনে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন চাঁদপুরের সবুজ মিয়া আমির। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ কোটি টাকা। 

সবুজ দুবাইয়ে দর্জির কাজ করেন বলে জানা গেছে। গত ২ সেপ্টেম্বর আয়োজকরা তার হাতে লটারি জেতার টাকা তুলে দেন।

দুবাই থেকে চাঁদপুরের আরেক প্রবাসী জাকির হোসেন জানান, সবুজ গত ২৯ জুলাই আবুধাবির ড্রাগন মার্ট এলাকা থেকে বিগ টিকিট লটারির ২৭৭ সিরিজের একটি টিকিট ১ হাজার দিরহামে কেনেন। সেসময় তাকে আরও দুটি টিকিট ফ্রি দেওয়া হয়। গত ৩ আগস্ট আবুধাবিতে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এই লটারির '১৯৪৫৬০' নম্বর টিকিটটি এখন তার ভাগ্য বদলে দিয়েছে।

সবুজের বরাত দিয়ে তিনি জানান, এই লটারির টিকিট কেনার জন্য সবুজের কাছে ১ হাজার দিরহাম ছিল না। তিনি ড্রাগন মার্ট এলাকার একজনের কাজ থেকে কাজের বিনিময়ে ৫০০ দিরহাম ধার নিয়েছিলেন। 

জাকির হোসেন আরও জানান, লটারি জেতার পর থেকেই অসংখ্য মানুষ সবুজকে ফোন দেওয়া শুরু করেন। ফলে তিনি এখন ফোন বন্ধ রেখেছেন। লটারিতে পাওয়া টাকা দিয়ে কী করবেন, তাও এখনো প্রকাশ করেননি।

সবুজের মামাতো ভাই সাদ্দাম হোসেন জানান, সবুজ রাজরাজেশ্বর এলাকার জেলে আমির হোসেন দেওয়ানের ছেলে। পরিবারের হাল ধরতে ১০-১২ বছর আগে তিনি দর্জির ভিসা নিয়ে দুবাই যান। এরপর নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার গৃহহারা হয়। পরে দুবাইতে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি নির্মাণ করেন।

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, 'লটারি জেতার পর গত বুধবার সবুজের সঙ্গে আমার কথা হয়েছে। দুবাইয়ে সে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আসছিল। এখন তার ভাগ্য বদলে যাবে।'

এ বিষয়ে জানতে সবুজের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে নক দিলেও সাড়া দেননি।
       

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago