ইন্টারনেট চালু রেখেও মোবাইলের চার্জ দীর্ঘায়িত করবেন যেভাবে

প্রযুক্তিবিশ্বে স্মার্টফোন আবির্ভাবের আগের দুনিয়া ও তার পরের দুনিয়ার ফারাক বিস্তর। এখন স্মার্টফোন মানেই তাতে ইন্টারনেট সংযোগ; আর সেই সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গান শোনা কিংবা ভিডিও দেখাসহ নানা বন্দোবস্ত।

কিন্তু স্মার্টফোনে সার্বক্ষণিক ইন্টারনেট চালু রাখার একটা অসুবিধাও আছে। সেটা হলো—এটি মোবাইলের চার্জ দ্রুত শেষ করে দেয়। অথচ একটু কৌশলী হলে ইন্টারনেট চালু রেখেও দীর্ঘক্ষণ মোবাইলের চার্জ ধরে রাখা সম্ভব। জেনে নেওয়া যাক এমন কিছু কৌশল—

  • স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমানো: স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখলে ব্যাটারি কম খরচ হয়।
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা: ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো বন্ধ রাখলে ব্যাটারির খরচ কমে।
  • পাওয়ার সেভিং মোড ব্যবহার করা: মোবাইলের পাওয়ার সেভিং মোড বা ব্যাটারি সেভার চালু করলে ব্যাটারির শক্তি খরচ কমে।
  • অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা: জরুরি অ্যাপগুলো ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে ব্যাটারির খরচ কম হয়।
  • লোকেশন সার্ভিস বন্ধ রাখা: সব সময় লোকেশন সার্ভিস চালু না রেখে প্রয়োজন অনুযায়ী চালু করতে হবে।
  • অটোমেটিক আপডেট বন্ধ রাখা: সিস্টেম এবং মোবাইল অ্যাপগুলোর অটোমেটিক আপডেট বন্ধ রাখতে হবে।
  • অপ্রয়োজনীয় সেন্সর বন্ধ রাখা: ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ইত্যাদি সার্ভিসগুলো যখন প্রয়োজন নেই, তখন বন্ধ রাখুন।
  • ডার্ক মোড ব্যবহার করা: ডার্ক মোড ব্যবহার করলে স্ক্রিনের ব্যাটারি খরচ কম হয়, বিশেষ করে AMOLED ডিসপ্লেতে।

এই পদ্ধতিগুলো অনুসরণ করলে চার্জ ধরে রাখার পাশাপাশি আপনার ফোনের ব্যাটারির জীবৎকালও দীর্ঘ হবে।

Comments

The Daily Star  | English

ICT may accept Badruddin Umar's testimony as evidence

As key witness, Umar had given statement to the IO, prosecution says

1h ago