ট্রাম্পের নির্দেশে শর্তসাপেক্ষে গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম বদলাচ্ছে

যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মেক্সিকো উপসাগরের (গালফ অব মেক্সিকো) নাম বদলানো হয়েছে। তারপরই গুগল এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ট্রাম্প প্রশাসন এই সাগরের নাম বদলে গালফ অব আমেরিকা করেছে। সে অনুযায়ী গুগল ম্যাপেও আসছে পরিবর্তন। তবে বিষয়টাতে খানিকটা 'ফাঁকি' রয়েছে।

যেভাবে বদলাচ্ছে নাম

আনুষ্ঠানিক এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতর গুগল ম্যাপে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা করা হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের বাইরে এই পরিবর্তন অন্য রকম হবে। মেক্সিকোতে পুরনো নাম, অর্থাৎ, গালফ অব মেক্সিকোই রাখা হবে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরে অন্যান্য দেশের বাসিন্দারা ম্যাপে দুটো নামই দেখতে পাবেন। অর্থাৎ, সেখানে গালফ অব মেক্সিকো এবং গালফ অব আমেরিকা-- দুটো নামই রাখা হবে পাশাপাশি।

তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশে গুগল ম্যাপে 'গালফ অব মেক্সিকো' দেখা গেছে। এখনো নাম বদলেনি মেক্সিকো উপসাগরের। 

বাংলাদেশের গুগল ম্যাপে এখনো বদলেনি মেক্সিকো উপসাগরের নাম। ছবি: স্ক্রিণশট
বাংলাদেশের গুগল ম্যাপে এখনো বদলেনি মেক্সিকো উপসাগরের নাম। ছবি: স্ক্রিণশট

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, তারা সরকারিভাবে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছে।

ইতোমধ্যে সরকারি সব নথিতে এই পরিবর্তনের প্রতিফলন ঘটানো হয়েছে। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কার ডেনালি। ওই শৃঙ্গের নামও পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করা হয়েছে।

২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম পরিবর্তন করে ডেনালি রেখেছিলেন। কারণ, ওই অঞ্চলের স্থানীয় মানুষ ওই শৃঙ্গটিকে ডেনালি বলেন। ট্রাম্প সেই নাম পরিবর্তন করে আবারও পুরনো নাম বহালের নির্দেশ দিয়েছেন।

গুগল জানিয়েছে, তারা গুগল ম্যাপে এই নামেরও পরিবর্তন করবে।

ট্রাম্পের ঘোষণা

ক্ষমতায় এসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই উপসাগরের নাম পরিবর্তন করেছে।

ট্রাম্পের যুক্তি, এই উপসাগরের তীরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো, উভয়েরই সমপরিমাণ ভূখণ্ড রয়েছে। যার ফলে এর নামের সঙ্গে 'আমেরিকা' থাকা উচিত।

জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম উপহাস করে বলেছিলেন, 'যুক্তরাষ্ট্র যাই করুক, গোটা পৃথিবীর কাছে ওই উপসাগরটি গালফ অব মেক্সিকো নামেই পরিচিত থাকবে।'

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম। ফাইল ছবি: রয়টার্স
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম। ফাইল ছবি: রয়টার্স

শুধু তাই নয়, তিনি বলেছেন, এভাবে নাম বদলাতে থাকলে উত্তর আমেরিকার নাম বদলে মেক্সিকান আমেরিকা রাখা উচিত। কারণ, একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো।

Comments

The Daily Star  | English

Sugar, edible oil imports surge as dollar supply improves

Bangladesh’s imports of key essential commodities rose in the first quarter of fiscal year 2025-26 (FY26), supported by improved availability of foreign exchange and lower prices in the international market.

4h ago