৪ হাজার টাকার মধ্যে পেতে পারেন যে ৫ রুম হিটার

শীত মৌসুমে উষ্ণতা পেতে কিনে ফেলুন স্বল্প বাজেটে একটি ইলেকট্রিক রুম হিটার। প্রতিকী ছবি: সংগৃহীত
শীত মৌসুমে উষ্ণতা পেতে কিনে ফেলুন স্বল্প বাজেটে একটি ইলেকট্রিক রুম হিটার। প্রতিকী ছবি: সংগৃহীত

শীতের আমেজ পড়তে না পড়তেই আরাম ও উষ্ণতার প্রয়োজনীয়তা অনুভব হতে থাকে। বাড়িতে বা অফিসে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে তখন ইলেকট্রিক রুম হিটারের প্রয়োজন পড়ে। তবে অনেকসময়ই এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বাজেট।

তাই আজকের লেখায় থাকছে মাত্র চার হাজার টাকায় পাওয়া যায় এমন পাঁচটি ইলেকট্রিক রুম হিটারের বিস্তারিত। তবে দোকানভেদে রুম হিটারের দাম ভিন্ন হতে পারে।

১। ভিশন রুম কমফোর্টার-ফায়ার

ভিশন রুম কমফোর্টার-ফায়ার
ভিশন রুম কমফোর্টার-ফায়ার

ফিচার:

  • তাপ সেটিং: ৭৫০/১,৫০০ ওয়াট
  • তাপমাত্রা সেটিং: ১০-৪৯⁰ সেলসিয়াস
  • এলইডি ডিসপ্লে, টাচস্ক্রিন
  • উচ্চ তাপ সম্বলিত বাতাস ও উষ্ণতা ফাংশন
  • ১ থেকে ২৪ ঘণ্টা সময়ব্যাপী সেটিং
  • অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে সুরক্ষিত
  • সুইচ নিরাপত্তা
  • ফায়ারপ্লেসের মতো ডিজাইন

এই ডিভাইসটিকে কিছুটা ফায়ারপ্লেসের মতো করে ডিজাইন করা হয়েছে, যা আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে। এতে রয়েছে আধুনিক এলইডি ডিসপ্লে ও টাচ স্ক্রিন। এ ছাড়া তাপ সেটিংয়ের মাধ্যমে নিমিষেই ঘরের তাপমাত্রা বাড়ানো ও কমানো যাবে।  অতিরিক্ত গরম থেকে সুরক্ষা দেয়ার পাশাপাশি এটি নিরাপত্তা ও আরাম দেবে।

মূল্য: ৩,৫০০ থেকে ৩,৭০০ টাকার মধ্যে

পাওয়া যাবে: ভিশন শোরুম, ভিশনএম্পোরিয়ামবিডি.কম

২। নোভা ইলেকট্রিক রুম হিটার এনভি-৪০৫৭

নোভা ইলেকট্রিক রুম হিটার এনভি-৪০৫৭ । ছবি: সংগৃহীত
নোভা ইলেকট্রিক রুম হিটার এনভি-৪০৫৭ । ছবি: সংগৃহীত

ফিচার:

•       তাপ সেটিং: ২,০০০ ওয়াট

•       ভোল্টেজ: ২২০-২৪০ ভোল্ট, ৫০-৬০ হার্জ

•       তাপমাত্রা পরিবর্তনযোগ্য থার্মোস্ট্যাট

•       স্বয়ংক্রিয় তাপ বাড়ানো ও কমানোর ফাংশন

•       অতিরিক্ত গরম থেকে সুরক্ষা

•       পিটিসি সিরামিকের উষ্ণতা

•       সেফটি টিপ-ওভার সুইচ

নোভার শক্তিশালী দুই হাজার ওয়াটের হিটারটি ঘরকে উষ্ণ রাখতে উপযোগী, আধুনিক ও নিরাপদ ফিচার দিয়ে ডিজাইন করা হয়েছে। পিটিসি সিরামিকের উপাদান দ্রুত উষ্ণতা নিশ্চিত করে এবং স্বয়ংক্রিয় তাপ হ্রাস-বৃদ্ধির ফাংশন সমানভাবে তাপ বিতরণ করতে সহায়তা করে। অতিরিক্ত গরম থেকে সুরক্ষা এবং টিপ-ওভার সুইচের মতো নিরাপত্তা ফিচার থাকয় এটি যে কোনো বাড়িতে স্বচ্ছন্দে ব্যবহার করা যেতে পারে।

মূল্য:  ১,৯৫০ থেকে ২,১০০ টাকা

পাওয়া যাবে: বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান, দারাজ

৩। ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি২০৫টি

ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি২০৫টি
ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি২০৫টি

ফিচার:

  • শক্তি: ১,০০০/২,০০০ ওয়াট
  • ভোল্টেজ: ২২০-২৪০ ভোল্ট, ৫০ হার্জ
  • পিটিসি সিরামিকের উষ্ণতা
  • থার্মোস্ট্যাট
  • টিপ-ওভার সুইচ নিরাপত্তা

ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি২০৫টি একটি বহুমুখী ও নিরাপদ উষ্ণতার হিটার। বিভিন্ন কক্ষের আকারের জন্য এতে রয়েছে দুটি পাওয়ার সেটিংস (১,০০০/২,০০০ ওয়াট)। পিটিসি সিরামিক উপাদান দক্ষতার সঙ্গে উষ্ণতা নিশ্চিত করে এবং থার্মোস্ট্যাট সহজে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এতে টিপ-ওভার সুইচের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মূল্য: ৩,৮০০ থেকে ৪,০০০ টাকা

পাওয়া যাবে: ওয়ালটন শোরুম, ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম

৪। ভিশন রুম কমফোর্টার আরইএল রেডিয়েটর হোয়াইট

ভিশন রুম কমফোর্টার আরইএল রেডিয়েটর হোয়াইট। ছবি: সংগৃহীত
ভিশন রুম কমফোর্টার আরইএল রেডিয়েটর হোয়াইট । ছবি: সংগৃহীত

ফিচার:

  • তাপ সেটিং ১,০০০-২,০০০ ওয়াট
  • ভোল্টেজ: এসি ২২০-২৪০ ভোল্ট, ৫০ হার্জ
  • টিপ-ওভার সুইচ নিরাপত্তা
  • অতিরিক্ত গরম থেকে সুরক্ষা
  • ২৪-ঘণ্টা টাইমার
  • পিটিসির উষ্ণতার নিরাপত্তা

ভিশন রুম কমফোর্টার আরইএল রেডিয়েটর একইসঙ্গে কার্যক্ষমতা ও নিরাপত্তা সুবিধা দেয়।  ২০০০ ওয়াট পাওয়ার আউটপুট থাকায় এটি বড় কক্ষের জন্য বেশ উপযোগী। এতে থাকা তাপ হ্রাস-বৃদ্ধির ফিচার সমানভাবে তাপ বিতরণ নিশ্চিত করে এবং ২৪-ঘণ্টা ইলেকট্রনিক টাইমার বাড়তি সুবিধা যোগ করে। টিপ-ওভার সুইচ এবং অতিরিক্ত গরম সুরক্ষার মতো ফিচার থাকায় এটি

নির্ভরযোগ্য পছন্দ হতে পারে।

মূল্য: ৩,৪০০ থেকে ৩,৬০০ টাকা

পাওয়া যাবে: ভিশন শোরুম, ভিশন.কম.বিডি

৫। মিয়াকো রুম হিটার পিটিসি-১০এম রেড

মিয়াকো রুম হিটার পিটিসি-১০এম রেড । ছবি: সংগৃহীত
মিয়াকো রুম হিটার পিটিসি-১০এম রেড । ছবি: সংগৃহীত

ফিচার:

  • বাম থেকে ডানে ৯০ ডিগ্রী কোণে তাপ বিকিরণ সুবিধা
  • শক্তি: ১,৫০০ ওয়াট
  • থার্মোস্ট্যাট
  • থার্মাল কাটঅফ নিরাপত্তা ফিচার

মিয়াকো রুম হিটার পিটিসি-১০এম রেড কার্যক্ষমতা ও সহজতর ব্যবহারের বিষয়টি মাথায় রেখে জন্য ডিজাইন করা হয়েছে। এটি ৪০০ বর্গফুট পর্যন্ত মাঝারি আকারের কক্ষের জন্য উপযুক্ত। ডানে-বামে ৯০ ডিগ্রী ঘূর্ণনের মাধ্যমে এটি সমানভাবে তাপ বিকিরণ নিশ্চিত করে এবং এর থার্মাল কাটঅফ ফিচার দেয় বাড়তি নিরাপত্তা।

মূল্য: ৩,২০০ থেকে ৩,৪০০ টাকা

পাওয়া যাবে: মিয়াকো.কম.বিডি, দারাজ

ইলেকট্রিক রুম হিটারগুলো অনন্য ফিচার ও কার্যক্ষমতার মাধ্যমে বিভিন্ন চাহিদা পূরণ করে। রুম হিটার কেনার আগে আপনার কক্ষের আকার, পছন্দসই ফিচার ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখবেন।

পোর্টেবল রুম হিটার কেনার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ এ ধরনের গ্যাজেট সঠিকভাবে ব্যবহার না করা হলে আগুন লেগে যাওয়ার ঝুঁকি বাড়ে৷

আপনার পছন্দের রুম হিটার ইনস্টল ও ব্যবহার করার আগে নিরাপত্তা নির্দেশিকা পড়ে নেবেন।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া

 

Comments

The Daily Star  | English
July uprising

July uprising and the rise of collective power

Through this movement, the people of Bangladesh expressed their protest using a language shaped by long-standing discontent.

11h ago