চ্যাটজিপিটি পালসে এখনই বিজ্ঞাপন চালুর পরিকল্পনা নেই

সান ফ্রান্সিসকোতে সোমবার আয়োজিত ওপেনএআইয়ের ডেভডে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি পালস হলো 'দীর্ঘ সময় পর প্রকাশিত সবচেয়ে প্রিয় ফিচার'।
তিনি আরও জানান, এই ফিচারে ভবিষ্যতে বিজ্ঞাপন যুক্ত করার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করছি না।
চ্যাটজিপিটি পালস হলো ওপেনএআইয়ের নতুন একটি পারসোনালাইজেশন ফিচার। এটি ব্যবহারকারীর আগের কথোপকথন ও সংযুক্ত অ্যাপ (যেমন ক্যালেন্ডার বা ইমেইল) থেকে তথ্য নিয়ে রাতারাতি গবেষণা করতে পারবে। তারপর প্রতিদিন সকালে একটি ব্যক্তিগত 'পালস' বা সারসংক্ষেপ উপস্থাপন করবে। এতে থাকতে পারে ব্যবহারকারীর প্রতিদিনের ওয়ার্কআউট পরিকল্পনা, ভাষা শেখার পাঠ, খবরের সারসংক্ষেপ। কিংবা সন্ধ্যায় যে রেস্টুরেন্টে যাচ্ছেন, সেখানে কী অর্ডার করা যায় সেই পরামর্শও দেবে।
ওপেনএআইয়ের আশা, একসময় ব্যবহারকারীরা প্রতিদিন সকাল শুরু করবেন চ্যাটজিপিটি পালস দিয়েই।
প্রশ্নোত্তর পর্বে ওপেনএআই কর্মকর্তারা জানান, তারা পালসের মধ্যে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই।
অল্টম্যান বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইনস্টাগ্রামের বিজ্ঞাপন পছন্দ করেন এবং ভবিষ্যতে পালসে ব্যবহারকারীর আগ্রহভিত্তিক বিজ্ঞাপন যোগ করা হতে পারে।
তিনি আরও জানান, শুরুতে পালস সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা ছিল। কিন্তু এটি প্রচুর কম্পিউটিং শক্তি ব্যবহার করবে, তাই আপাতত কেবল প্রো ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
অল্টম্যান বলেন, 'আমরা ব্যবহারকারীদের জন্য সত্যিই উপকারী ও মজার কিছু করতে যাচ্ছি। তবে আগের মতোই বিজ্ঞাপন নিয়ে অত্যন্ত সতর্কভাবে এগোবো।'
Comments