চ্যাটজিপিটির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি অস্ট্রেলিয়ার মেয়রের

অস্ট্রেলিয়ার হেপবার্ন শায়ারের মেয়র ব্রায়ান হুড চ্যাটজিপিটির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি অসত্য তথ্য দেওয়ায় এর প্রস্তুতকারী কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার এক মেয়র।

ওই মেয়র বলেছেন, তিনি 'ঘুষ নেওয়ায় কারাবরণ করেছেন' চ্যাটজিপিটি তার সম্পর্কে এমন তথ্য সংশোধন না করলে তিনি মানহানির মামলা করবেন।

যা চ্যাটজিপিটির বিরুদ্ধে প্রথম মানহানির মামলা হবে।

গত নভেম্বরে মেলবোর্ন থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হেপবার্ন শায়ারের মেয়র নির্বাচিত হন ব্রায়ান হুড।

তার আইনজীবীরা জানান, ব্রায়ান হুডের বিরুদ্ধে কখনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

আইনজীবীরা গত ২১ মার্চ এক চিঠিতে চ্যাটজিপিটি প্রদত্ত অসত্য তথ্য সংশোধনের জন্য ওপেনএআইকে ২৮ দিন সময় বেধে দিয়েছেন। অন্যথায় মামলা করা হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত ওপেনএআই এখনো সেই চিঠির কোনো জবাব দেয়নি। এ ছাড়াও, এ বিষয়ে জানতে রয়টার্সের ই-মেইলেরও জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ব্রায়ান হুডের ল-ফার্ম গর্ডন লিগ্যালের এক অংশীদার জেমস নটন জানান, অস্ট্রেলিয়ায় মানহানির মামলায় সাধারণত ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হয়।

এর আগে, গত ৩০ মার্চ ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ 'জিপিডিপি' দেশটিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ ঘোষণা করে।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The United States Trade Representative (USTR), the chief trade negotiation body of the American government, is yet to provide a specific date and time to Bangladesh for the launch of the third and final round of tariff negotiations, although time is running out.

10h ago