ভারতে আসছে ইলন মাস্কের স্টারলিংক

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। গতকাল রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ জানান, রাজ্যটি হবে ভারতের প্রথম অঞ্চল যেখানে স্টারলিংক পরিষেবা শুরু হবে।

আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতে চলতি বছরের শেষ নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে। এরই মধ্যে ভারত সরকার গত জুন মাসে ইলন মাস্কের স্টারলিংককে দেশটিতে কাজ করার লাইসেন্স দিয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ বুধবার রাতে এক্স পোস্টে (সাবেক টুইটার) লেখেন, 'মহারাষ্ট্র হতে যাচ্ছে ভারতের প্রথম রাজ্য, যারা আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের সঙ্গে কাজ শুরু করবে। এটি মহারাষ্ট্রকে স্যাটেলাইটভিত্তিক ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ভারতের নেতৃত্বে নিয়ে যাবে।'

চলতি বছরের মার্চে ভারতের দুই বৃহৎ টেলিকম কোম্পানি জিও প্ল্যাটফর্মস ও ভারতি এয়ারটেল ঘোষণা দেয়, তারা স্পেসএক্সে সঙ্গে চুক্তি করেছে, যেন তাদের গ্রাহকরা স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, ভারতের ডিজিটাল অগ্রযাত্রায় অংশ নিতে আমরা খুবই খুশি। স্টারলিংক চূড়ান্ত অনুমোদন পেলেই আমরা দেশটির সবচেয়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলের স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনাকে সংযুক্ত করব।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের বিশাল ডিজিটাল বাজার দখল করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো একের পর এক বিনিয়োগের ঘোষণা দিচ্ছে।

অক্টোবরে গুগল জানিয়েছে, আগামী ৫ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতের সবচেয়ে বড় ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে। এটি হবে যুক্তরাষ্ট্রের বাইরে তাদের সবচেয়ে বড় এআই বিনিয়োগ।

মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ও ওপেনএআই ভারতে নিজস্ব কার্যালয় অফিস খোলার পরিকল্পনা করছে। অন্যদিকে পারপ্লেক্সিটি এআই গত জুলাইয়ে ভারতীয় টেলিকম জায়ান্ট এয়ারটেলের সঙ্গে বড় অংশীদারত্ব ঘোষণা করেছে।

Comments

The Daily Star  | English

What we know about Australia's Bondi Beach attack

An attack by a father and son on a Jewish Hanukkah celebration at Sydney's Bondi Beach killed 15 people

44m ago