ক্লাউডফ্লেয়ারের ত্রুটি: অনেক ওয়েবসাইটে প্রবেশে বাধা

ক্লাউডফ্লেয়ারের লগো। ছবি: রয়টার্স

ওয়েবসাইট অবকাঠামো সংস্থা ক্লাউডফ্লেয়ারে কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটের কিছু পরে অনেক ব্যবহারকারী মনিটরিং সাইট ডাউন ডিটেক্টরে ইন্টারনেট বিভ্রাটের সমস্যা সম্পর্কে রিপোর্ট করেন।

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স, আর্টিফিশিয়াল-ইন্টেলিজেন্স চ্যাটবট চ্যাটজিপিটি, ক্যানভা ও ডিসকর্ডসহ অনেক ওয়েবসাইটে গ্রাহকরা একটি বার্তা দেখতে পান। যেখানে লেখা ছিল- 'ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি দেখানো যাচ্ছে না।'

সংস্থাটি তার পরিষেবা স্থিতি ড্যাশবোর্ডে একটি নোটে জানায়, 'ক্লাউডফ্লেয়ারের অভ্যন্তরীণ পরিষেবার অবনতি হয়েছে। আমরা সমস্যা সম্পর্কে অবগত। পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি।' 

সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, 'মঙ্গলবার হঠাৎ করেই ক্লাউডফ্লেয়ারের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়। তখন থেকেই সমস্যার শুরু। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি।'
 
ক্লাউডফ্লেয়ার ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি সাইবার আক্রমণ থেকে ওয়েবসাইটগুলোকে রক্ষা ও কনটেন্ট সরবরাহও নিশ্চিত করে। এছাড়া, কোনো ওয়েবসাইটের ভিজিটর মানুষ নাকি বট সেটি শনাক্তের পরিষেবাও দেয় তারা।

গত মাসে অ্যামাজনের ওয়েব সার্ভিসেও কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ১ হাজারের বেশি ওয়েবসাইট ও অ্যাপ অফলাইনে চলে যায়।

Comments

The Daily Star  | English

What we know about Australia's Bondi Beach attack

An attack by a father and son on a Jewish Hanukkah celebration at Sydney's Bondi Beach killed 15 people

44m ago