অ্যাপলের বাতিল পণ্যের তালিকায় প্রথম প্রজন্মের আইফোন এসই

রয়টার্স ফাইল ফটো

টেক জায়ান্ট অ্যাপল আবারও তাদের পুরনো গ্যাজেটগুলোর কিছু পণ্যকে 'অপ্রচলিত' বা বাতিল তালিকায় যোগ করেছে। নতুন করে এই তালিকায় যোগ হয়েছে প্রথম প্রজন্মের আইফোন এসই। এর সঙ্গে আছে দ্বিতীয় প্রজন্মের কিছু আইপ্যাড প্রো মডেল, অ্যাপল ওয়াচ সিরিজ ফোরের নাইকি ও হারমেস সংস্করণ এবং বিটস পিল ২.০ বাতিল তালিকায় যোগ হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যাশেবল জানিয়েছে, আইফোন এসই ছিল অ্যাপলের প্রথম বাজেট ফোন। ২০১৬ সালে আইফোন সেভেনের সঙ্গে এটি বাজারে আসে, তখন দাম ছিল মাত্র ৩৯৯ ডলার। অথচ একইসঙ্গে বাজারে আসা আইফোন সেভেনের দাম ছিল মাত্র ৬৭৯ ডলার। এখন ভাবলে কল্পনা মতো মনে হতে পারে, বিশেষ করে আইফোন ১৭-এর দাম বিবেচনা করা হলে।

একটি নির্দিষ্ট শ্রেণির গ্রাহককে লক্ষ্য করে এসই বাজারে এনেছিল অ্যাপল। বিশেষ করে যারা দামি ফ্ল্যাগশিপ মডেলের দিকে ঝুঁকতে চাননি ও পুরনো ছোট আকারের ফোন পছন্দ করতেন তাদের জন্য। আইফোন ফাইভের নকশার অনুকরণে ৪ ইঞ্চি ডিসপ্লে, টাচ আইডি হোম বাটন, আর সেই পরিচিত অ্যালুমিনিয়াম-গ্লাস বডিতে আনা হয় এসই। ভেতরে ছিল আইফোন সিক্স ও সিক্স প্লাসের এ৯ চিপ।

ম্যাশেবল বলছে, প্রায় দশ বছর পর দেখা যাচ্ছে, এসই লাইনটি কার্যত বন্ধ হয়ে গেছে। ২০২২ সালে তৃতীয় প্রজন্মের এসই মুক্তির পর আর কোনো নতুন এসই আসেনি। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইফোন ১৬ই বের হয়েছিল।

অপ্রচলিত তালিকা মানে কী?

অ্যাপল কোনো পণ্য বিক্রি বন্ধ করার সাত বছর পর সেটিকে 'অপ্রচলিত' বা বাতিল ঘোষণা করে। এ কারণেই অ্যাপল ওয়াচ সিরিজ ফোরের শুধুমাত্র নাইকি ও হারমেস সংস্করণগুলো এবার তালিকায় আছে। তবে সাধারণ সিরিজ ফোর এখনো 'ভিনটেজ তালিকাতে' আছে। এই তালিকাতে সেসব পণ্য থাকে, যেগুলো পাঁচ বছর ধরে বিক্রি হয়নি।

Comments

The Daily Star  | English

What we know about Australia's Bondi Beach attack

An attack by a father and son on a Jewish Hanukkah celebration at Sydney's Bondi Beach killed 15 people

44m ago