এ বছর ইন্টারনেট ট্রাফিক বেড়েছে ১৯ শতাংশ, শীর্ষে এখনও গুগল
আগের যেকোনো সময়ের তুলনায় ২০২৫ সালে মানুষ বেশি সময় ইন্টারনেটে কাটিয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।
ক্লাউডফ্লেয়ার সম্প্রতি 'ক্লাউডফ্লেয়ার রাডার ২০২৫ ইয়ার ইন রিভিউ' প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে ২০২৫ সালে মানুষের অনলাইন ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বিশ্বজুড়ে ইন্টারনেট ট্রাফিক বেড়েছে ১৯ শতাংশ।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমে ম্যাশবল ক্লাউডফ্লেয়ারের প্রতিবেদন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। যেখানে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ বছর একদিকে যেমন এওএল ডায়াল-আপ ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অন্যদিকে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকাগুলোতেও ইন্টারনেট পৌঁছে দিয়েছে। এতে ডিজিটাল বৈষম্যে কিছুটা পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে।
ক্লাউডফ্লেয়ার কেন গুরুত্বপূর্ণ?
ক্লাউডফ্লেয়ার ইন্টারনেটের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। চলতি বছর একবার ক্লাউডফ্লেয়ার বন্ধ হওয়ায় গুগল, স্পটিফাই, স্ন্যাপচ্যাট, ডিসকর্ড, নিনটেন্ডোসহ অনেক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এ কারণে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বিশ্লেষণে ক্লাউডফ্লেয়ারকে নির্ভরযোগ্য ধরা হয়।
এআই বটের দাপট
এআই কোম্পানিগুলোর বট ও ক্রলার এখন ইন্টারনেটে অনেক বেশি সক্রিয়।
প্রতিবেদন অনুযায়ী, সব এইচটিএমএল অনুরোধের ৪ দশমিক ২ শতাংশই এখন এআই বট থেকে আসে।
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইন্টারনেট ট্রাফিক প্রায় স্থির ছিল। তবে জুলাইয়ের পর বছরের শেষ দিকে ট্রাফিক দ্রুত বেড়েছে।
শীর্ষে এখনও গুগল
এআই নিয়ে গুগল ও ওপেনএআইয়ের প্রতিযোগিতা চললেও, ব্যবহারকারীর দিক থেকে গুগল এগিয়ে।
ক্লাউডফ্লেয়ার প্রতিবেদন অনুযায়ী, এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সেবা গুগল। এরপর আছে ফেসবুক, অ্যাপল ও মাইক্রোসফট। চ্যাটজিপিটি শীর্ষ দশে নেই।
গুগলই সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন, সবচেয়ে ব্যবহৃত ব্রাউজার ক্রোম, সবচেয়ে বেশি ট্রাফিক তৈরি করা ভেরিফায়েড বট গুগল বট।
অ্যান্ড্রয়েড এখনও এগিয়ে
৬৫ শতাংশ ইন্টারনেট ট্রাফিক আসে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। বাকি অংশ আসে আইওএস থেকে। তবে তবে অঞ্চলভেদে পার্থক্য আছে। যেমন যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ মোবাইল ট্রাফিক আসে আইওএস থেকে।
স্টারলিংকের অবদান
ইলন মাস্কের স্টারলিংক সেবা ২০২৫ সালে ইন্টারনেট বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। স্টারলিংকের ব্যবহার বেড়েছে ২ দশমিক ৩ গুণ, এ বছর তারা ১০ হাজার নাম্বার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
সবচেয়ে জনপ্রিয় এআই সেবা
সবচেয়ে জনপ্রিয় এআই সেবা এখনো চ্যাটজিপিটি। গুগল জেমিনাই আছে চতুর্থ স্থানে। জেমিনাইয়ের চেয়ে ক্লাউড ও পারপ্লেক্সিটি এগিয়ে আছে।


Comments