রাবি প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর

রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত করা যাবে।

আজ রোববার রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা রাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে: http://admission.ru.ac.bd।

২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট ন্যূনতম ৮.০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ন্যূনতম ৭.০০ (চতুর্থ বিষয়সহ) জিপিএপ্রাপ্তরা ভর্তির যোগ্য হবেন।

ভর্তির আবেদনের ফি 'এ' ও 'সি' ইউনিটের জন্য ১ হাজার ৩২০ টাকা এবং 'বি' ইউনিটের জন্য ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।

'সি' (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৬ জানুয়ারি, 'এ' (মানবিক) ইউনিটের পরীক্ষা ১৭ জানুয়ারি এবং 'বি' (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে—সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এ ছয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

প্রতিটি পরীক্ষার পূর্ণমান ১০০, এমসিকিউ পদ্ধতিতে মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং পাশ নম্বর ৪০। চারটি ভুল উত্তরের বিপরীতে একটি নম্বর কাটা হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh to boost LNG imports on lower global prices

Falling spot prices and weak demand in Asia prompt Dhaka to look beyond its initial import plan for this year

11h ago