সিটি ইউনিভার্সিটির সঙ্গে সংঘর্ষ: ১১ শিক্ষার্থী মুক্ত, একজন নিখোঁজের দাবি ড্যাফোডিল কর্তৃপক্ষের
সিটি ইউনিভার্সিটির ভেতরে আটক হওয়া ১১ শিক্ষার্থী মুক্ত হলেও এখনো এক শিক্ষার্থী নিখোঁজ বলে দাবি করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
গতকাল দিবাগত রাতে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুরের সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে আটক করে রাখে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
পরে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তবে এখনো বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী এখনো নিখোঁজ বলে দাবি করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
রোববার দিবাগত রাতে আশুলিয়ার খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা 'ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলে'র পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের একজন থুতু ফেললে তা সেখান দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন এমন এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ভাড়া করা ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ড্যাফোডিলের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে রেখেছিলে। তাদেরকে আমাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেই মারাত্মক আহত।'
'এছাড়া আমাদের এক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে,' বলেন তিনি।
জানতে চাইলে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মীর আক্তার ডেইলি স্টারকে বলেন, 'ড্যাফোডিলের ১১ দুষ্কৃতিকারী শিক্ষার্থীকে ভাঙচুর-অগ্নিসংযোগের সময় আমাদের শিক্ষার্থীরা আটক করেছিল। তাদের ড্যাফোডিল কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি।'
এদিকে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম এখনো বন্ধ ঘোষণা হয়নি।


Comments