১০ জুলাই এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

এসএসসি রেজাল্ট ২০২৫
স্টার ফাইল ফটো

আগামী ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একইসঙ্গে ফল জানার উপায় জানিয়ে দিয়েছে শিক্ষাবোর্ড।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জুলাই দুপুর ২টায় এসএসসি পরীক্ষার ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

নিচে দেওয়া পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্টশিট ডাউনলোড করা যাবে ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।

www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।

এছাড়া, পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে নিচের উল্লেখ করা উপায়ে ফল সংগ্রহ করা যাবে।

এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: SSC Dha 123456 2025 Send to 16222

Comments

The Daily Star  | English
Milestone Jet crash

Milestone crash: Brother dies a day after sister

Death toll now 32; Aryan Nasraf Nafi, 9, died at 12:15am; Eldest sister, Nazia Tabassum Lizu, 13, died Monday

3h ago