সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন সিলেটে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১। সে হিসাবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪টি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ২৬ হাজার ৬৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপরই রয়েছে রাজশাহী—১০ হাজার ১৩৭ জন। দিনাজপুরে ৬ হাজার ২৬০, চট্টগ্রামে ৬ হাজার ৯৭, যশোরে ৫ হাজার ৯৯৫, মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮, কুমিল্লায় ২ হাজার ৭০৭, ময়মনসিংহে ২ হাজার ৬৮৪, বরিশালে ১ হাজার ৬৭৪, সিলেটে ১ হাজার ৬০২ এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।

শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

ফল জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবং এসএমএসের মাধ্যমে।

প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটের 'রেজাল্ট কর্নার'-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে।

এ ছাড়া, এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এইচএসসি স্পেস বোর্ডের নাম স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago