২৮ এপ্রিল থেকে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালু, অ্যাসেম্বলি বন্ধ

প্রতীকি ছবি। স্টার ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ২৮ এপ্রিল থেকে চলমান থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেগুলো হলো-

এক শিফটে পরিচালিত বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে। 

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। 

প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। 

 

Comments

The Daily Star  | English

Goodbye, Khaleda Zia

Khaleda Zia evolved from a shy military spouse into a defining figure of Bangladesh’s democratic struggle

29m ago