প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ধূমপান-মাদকসেবনের অভ্যাস থাকলে আবেদন নয়

ফাইল ফটো। প্রবীর দাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদে ধূমপায়ী বা মাদকসেবীরা আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল বুধবার জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

এতে বলা হয়েছে, ধূমপানসহ যেকোনো ধরনের মাদক সেবনের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগ করবে। অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।
 
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল হবে ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। 
 
ওয়েবসাইটের (http://dpe.teletalk.com.bd) মাধ্যমে আবেদন জমা দিতে হবে, টেলিটকের মাধ্যমে ১১২ টাকা ফি দিতে হবে। নিয়োগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৩ এবং ২ নভেম্বর জারি করা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে করা হবে। নিয়োগ উপজেলা ভিত্তিতে হবে।

Comments

The Daily Star  | English

One-third of local private banks keep NPLs below 10%

Seventeen lenders keep healthier balance sheets amid rising industry bad loans through disciplined lending, close monitoring and strong governance

9h ago