নতুন গভর্নরের দায়িত্ব নিলেন আব্দুর রউফ তালুকদার

rouf_talukder.jpg
আব্দুর রউফ তালুকদার। ছবি: সংগৃহীত

নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুর রউফ তালুকদার। আজ মঙ্গলবার তিনি আগামী ৪ বছরের জন্য দেশের ১২তম গভর্নর হিসেবে যোগ দিয়েছেন।

গত ১১ জুন এক প্রজ্ঞাপনে আব্দুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩ জুলাই সদ্য বিদায়ী গভর্নর ফজলে কবির অবসরে যান।

১৯৬৪ সালের আগস্ট মাসে আব্দুর রউফ তালুকদারের জন্ম হয়। তার স্ত্রী সেলিনা রওশন পেশায় শিক্ষক। এই দম্পতির ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আব্দুর রউফ বিসিএস ১৯৮৫ ব্যাচ থেকে সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালের ১৭ জুলাই অর্থ সচিব হিসেবে পদায়ন পাওয়ার আগে তিনি ১৮ বছরের বেশি অর্থ বিভাগে কাজ করেছেন। এছাড়া তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে তিনি ফার্স্ট সেক্রেটারির (বাণিজ্যিক) দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English
sheikh-hasina

Hasina drops no hint of remorse

Interviews show she remains unencumbered by even a touch of introspection or self-doubt

53m ago