ঢাবি মলচত্বরে হচ্ছে শতবর্ষী মনুমেন্ট

মলচত্বর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মনুমেন্ট স্থাপন করা হবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে মলচত্বরকে মুক্তিযোদ্ধা চত্বর হিসেবে বিনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে ল্যান্ডমার্ক মনুমেন্টের স্থাপত্য নকশায় একটি অসীম চিহ্নের অর্ধেক আকৃতির কথা বলা হয়েছে যেখানে মুক্ত চিন্তা ও যুক্তির আসর বসবে।

শিক্ষার্থী-শিক্ষক-পথচারীরা বিভিন্ন উৎসবে সেখানে উৎসাহ নিয়ে আসবেন, বই পড়বেন, স্বাধীনতা উদযাপন করবেন।

১০০টি বাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত শতবছর, নবচেতনা, জ্ঞান, উদারনীতি, বিপ্লব, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা, একতা এবং ত্যাগকে প্রতিনিধিত্ব করবে।

প্রকল্প প্রস্তাবে আরও বলা হয়, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত 'নিন আর্কিটেক্টস' মনুমেন্টের ডিজাইন তৈরি করছে।

এতে বলা হয়, এর নির্মাণকাজ ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে ধরা হয়েছে।

Comments

The Daily Star  | English

Defeated fascist forces plotting comeback before election: Yunus

Chief adviser warns of violence and harsher plans, vows to thwart all conspiracies

24m ago