ঢামেকের ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত চিকিৎসকের নাম সাজ্জাদ হোসেন। প্রাথমিক চিকিৎসার পর ডা. তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গতকাল রাতে ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

সাজ্জাদ হোসেন হামলাকারীর পরিচয় জানাতে পারেননি। তবে হামলাকারীর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোযুক্ত টি-শার্ট পরেছিল বলে জানান তিনি।

সাজ্জাদ হোসেন জানান, তিনি শহীদ মিনারে মূল বেদীর পাশে নিচে বসে ছিলেন। এ সময় কয়েকটি ছেলে এসে তার পরিচয় জানতে চান। ঢাকা মেডিকেলের পরিচয় দিলে আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড সঙ্গে নেই জানানোর পর তারা মারধর শুরু করেন। মারার কারণ জানতে চাইলে আবারো মারা হয়।

তিনি বলেন,  আরও ৪-৫ জন এসে বলেন আমার নাকি ব্যবহারের সমস্যা। এইটা ঢাবির ক্যাম্পাস, আমি এইখানে কী করি বলে আবার মারধর করে। কানে মারার পর আমার মাথা ঘুরানো শুরু করে। আমি বসে পড়ি। এরপর মাথায় লাথি মারলো। আমি কেন এখনো যাই না এখান থেকে এটা বলে চিৎকার করতে করতে আমাকে মারধর করেন তারা।

মারধরের ফলে তিনি এক কানে কম শুনছেন। তার নাক থেকে রক্ত বের হয়েছে এবং দাঁতের মাড়িও কেটে গেছে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব৷

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

23m ago