চোর সন্দেহে আশুলিয়ায় নারীকে বেঁধে নির্যাতন

নারীকে বেঁধে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে গেছে। 

তিন মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০-২৫ বছর বয়সী এক নারীর দুই হাত বাঁধছেন এক লোক এবং তাকে মারধর করছেন এক নারী

ভিডিওতে ভুক্তভোগী নারীকে গালমন্দ করতে শোনা যায় অনেককে। কেউ জিজ্ঞাসা করছেন, তিনি অটোরিকশা চুরি করেছেন কি না। 

তখন ওই নারী কাঁদছেন আর বলছেন, 'আমাকে মাইরেন না।'  

ঘটনাটির ভিডিও ফেসবুকে আপলোড করেছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মনির হোসেন। 

জানতে চাইলে মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি এক নারীকে অটোরিকশা চুরি করার চেষ্টার অপবাদ দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমি নির্যাতনকারীদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা থামেনি।'

'তখন আমি ঘটনাটির কিছু অংশ ভিডিও করি। যারা ওই নারীকে মারধর করছিল তাদের কাউকেই চিনতে পারিনি,' বলেন মনির হোসেন।

দ্য ডেইলি স্টার ভুক্তভোগী নারী ও নির্যাতনকারীদের শনাক্ত করতে পারেনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'নারীকে নির্যাতনের ঘটনা মাত্র শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago