সেপ্টেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন হাসিনা-মোদি

সেপ্টেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন হাসিনা-মোদি
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের ভারত সফরকালে বাগেরহাটের রামপালে নির্মিত ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেদিত। এটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মাণ করেছে। এতে ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ৫০:৫০ যৌথ উদ্যোগ রয়েছে। প্রকল্পটির খরচ দেড় বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় ভারত সফরে করবেন এবং দুই থেকে তিনদিন থাকবেন।

Comments

The Daily Star  | English

Large-scale Chinese investment can be game changer for Bangladesh: Yunus

The daylong conference is jointly organised by Bangladesh Economic Zones Authority and Bangladesh Investment Development Authority

34m ago