১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে মূল্য সংযোজন করসহ ১ হাজার ২১৯ টাকা। এর দাম আগে ছিল ১ হাজার ২৫৪ টাকা।

অর্থাৎ প্রতি কেজিতে ২টাকা ৯০ পয়সা দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারে কমেছে ৩৫ টাকা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি গত বছরের এপ্রিলে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে। এরপর থেকে প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে। চলতি মাসে এলপিজি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) ৭২৫ ডলার থেকে ৬৬৩ ডলারে নেমে এসেছে।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

2h ago