১২ কেজি এলপিজির দাম ৪১ টাকা বেড়ে ১৪৭৪

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। 

জানুয়ারি মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়।

নতুন করে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ  করা হয়েছে ১২২ টাকা ৮৬ পয়সা।

এছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৫ টাকা ৭৬ পয়সা।

 

Comments

The Daily Star  | English

How salinity sank Satkhira farmers' harvests

Crop fields disappear as saltwater invasion forces them to switch to shrimp farming

9h ago