মালদ্বীপে কনটেইনার আনলোডের সময় দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: লেখকের সৌজন্যে

মালদ্বীপে কনটেইনার থেকে পণ্য আনলোড করার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় একজন প্রবাসী বাংলাদেশি কর্মী মারা গেছেন এবং অপর এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মালদ্বীপের রাজধানীর সম্প্রসারিত অঞ্চল হুলোহুলো মালের বন্দরে ফেজ-২ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সূত্রে জানা গেছে, একটি কনটেইনারের ভেতরে মার্বেল পাথরের শিট বের করার সময় আটকা পড়েন ওই ২ বাংলাদেশি কর্মী। তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে পুলিশকে খবর দেয় এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর বাংলাদেশি খোকন মল্লিককে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

নিহত জয়নাল আবেদিন গাজীপুর জেলার আব্দুস সালামের ছেলে। আহত খোকন মল্লিক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ নাজিম মল্লিকের ছেলে।

মালদ্বীপ পুলিশ ঘটনাটি তদন্ত করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহত বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে।

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপ প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Ducsu 2025, a litmus test for the interim government

Ducsu 2025 is much more than a contest for student union posts. It is like a referendum on the future of student politics in Bangladesh

13m ago