এবার বিমানের উড়োজাহাজে ইউএস-বাংলার ট্রলির ধাক্কা

Hazrat Shahjalal International Airport
স্টার ফাইল ছবি

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে ইউএস-বাংলা এয়ারলাইনসের মালামাল পরিবহনকারী ট্রলি-ডলি ধাক্কা দিয়েছে।

গত শনিবারের এ ঘটনার পর গতকাল রোববার শাহজালালে ইউএস-বাংলার একটি কোবাস (মালামাল বহনকারী বাস) বিমানের একটি ভিআইপি বাসকে ধাক্কা দিলে সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উড়োজাহাজে ধাক্কা লাগার ঘটনাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত করছে।'

তিনি জানান, বিমানের সংশ্লিষ্ট বিভাগ শনিবারের ঘটনায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। উড়োজাহাজটি মেরামতের জন্য বোয়িং কোম্পানিকেও জানানো হয়েছে।

ক্ষয়ক্ষতি নিরূপণ হলে মেরামতের খরচ ইউএস-বাংলা বহন করবে বলে জানান আবু সালেহ।

এ প্রসঙ্গে বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিমানবন্দরের বে এলাকায় ইউএস-বাংলার একটি ট্রলি-ডলি একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে।'

এর আগে গত ১১ এপ্রিল শাহজালালের হ্যাঙ্গারে বিমানের দুটি বোয়িং উড়োজাহাজ একটি অন্যটির সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

Comments

The Daily Star  | English
international migrants day 2025

Bangladeshi migrant workers: Still plagued by high costs, low safeguards

After sending over a million workers overseas this year, experts warn low-skilled labour-export model remains fragile

13h ago